নাদিয়ার কথা

নাদিয়ার আড়াই মাস বয়সে থ্যালাসিমিয়া রোগ ধরা পড়ে। তখন থেকেই তাকে প্রতিমাসে ১ ব্যাগ রক্ত দেয়া লাগে। ছোট হাতে সুঁই দিলে নাদিয়ার চেয়ে কষ্ট বেশি হয় মা রেহানা বেগমের। তবে ৯ বছরে এখন সেটা মন সওয়া হয়ে গেছে।... আরও পড়ুন

পড়ালেখায় মন নেই, দুষ্টুমি করে সকলকে মাতিয়ে রাখাই নাদিয়ার কাজ। মাদ্রাসায় সে ভাল ছাত্রী, বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে।

নাদিয়ার যখন থ্যালাসিমিয়া ধরা পড়লো তখন অসহায় মা রেহানা রাস্তার মানুষকে ধরে ধরে তার মেয়ের জন্য রক্ত দিতে বলতেন। অস্বচ্ছল পরিবার চিকিৎসার জন্য সব মাসে খরচ জোগাড় করতে পারতো না। বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করতে করতে থালাসিমিয়া ফাউন্ডেশনের খোঁজ পান তিনি। ফাউন্ডেশনের যাকাত ফান্ড থেকে নাদিয়া এখন বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে।

ভেজা চোখে মা বলেন, “হাসপাতালে চিকিৎসার খরচ দেয়া লাগে না, এতে সামর্থ্যের মধ্যে ওর পছন্দের খাবার, খেলনা ও পোষাক কিনে দিতে পারছি। দোয়া করি ফাউন্ডেশন আরো ভাল কিছু করুক।”

---------------
বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনে নাদিয়ার মত ৩৮১১ জন নিবন্ধিত রোগী আছে যার অধিকাংশই হতদরিদ্র। আপনার যাকাতের অর্থ ফাউন্ডেশনের যাকাত ফান্ডে দান করুন।

মোবাইল ব্যাংকিং (মার্চেন্ট একাউন্ট)
- বিকাশ/ নগদ: 01729284257
- রকেট: 017292842571
(মেনু থেকে “পেমেন্ট” অপশন ব্যবহার করুন। কাউন্টার নম্বরে "0" দিন।)

ব্যাংক একাউন্ট
নাম: বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন (যাকাত ফান্ড)
হিসাব নম্বর: 20501450100519315
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
মৌচাক শাখা, ঢাকা
রাউটিং নম্বর: 125274395
সুইফট কোড: IBBLBDDH

ফাউন্ডেশনের যাকাত ফান্ড সম্পর্কে আরো জানতে ভিজিট করুন: www.thals.org/bn/zakat-for-life


অনলাইনে ভিসা, মাস্টারকার্ড ও আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে যাকাত দান করতে নিচের ফরম পুরন করুন।

visa logo mastercard logo amex logo

Equivalent amount in Bangladeshi Taka
(BDT 1000) will be charged from your card.